প্রথম মহাকাশ পাড়ি দেওয়া ইউরি গ্যাগারিনের মৃত্যু

ইউরি গ্যাগারিন
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৭ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৯৬১ সালে ১২ এপ্রিল পৃথিবীতে শুরু হয়েছিল ভিন্ন এক যাত্রার। না, কোনো দেশ-বিদেশ পাড়ি নয়, সেবার নাকি গন্তব্য ছিল মহাকাশ। আর সেই গন্তব্যের পথযাত্রী ছিলেন ইউরি গ্যাগারিন নামের রুশ নভোচারী। দুই মিটার ব্যাসার্ধের টিনের বাক্সের মতো এক যানে চেপে পৃথিবী ছাড়িয়ে যখন তিনি মহাশূন্যে যান, তখন কেমন লাগছিল তাঁর? পৃথিবী থেকে যাঁরা মহাকাশযানটি নিয়ন্ত্রণ করছিলেন, তাঁদের সঙ্গে কথোপকথনে গ্যাগারিন জানান, মহাকাশ থেকে নীল রঙের পৃথিবীর সৌন্দর্য তাঁকে বিমোহিত করেছে, সেই সঙ্গে ভূপৃষ্ঠে মেঘের ছায়া দেখে তিনি অবাকও হয়েছেন। তাঁর মহাকাশ পাড়ি দেওয়ার মাধ্যমে রচিত হয়েছিল একটি নতুন অধ্যায়। তবে মহাকাশ জয় করে এলেও, নিজের পরিচিত নীল আকাশ থেকে রক্ষা হলো না তাঁর। বৈমানিক ইউরি গ্যাগারিন ১৯৬৮ সালের আজকের এই দিনে মিগ বিমানের প্রশিক্ষণ দেওয়ার সময় বিমান বিধ্বস্ত হয় এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাত্র ৩৪ বছর বয়সে মারা যান তিনি।

মোটরগাড়ির জগতে রোলস রয়েস এক বিখ্যাত নাম। জনপ্রিয় এই কোম্পানির বিলাসবহুল গাড়ি বিশ্বজুড়ে আলোচিত। অত্যন্ত ব্যয়বহুল এই গাড়ি এক শতাব্দীর বেশি সময়জুড়ে বিশ্ববাজারে ব্যবসা করে যাচ্ছে। দাম আকাশচুম্বী হলেও এর চাহিদায় কিন্তু কোনো ঘাটতি নেই। নিজেদের মান ধরে রাখতেই হয়তো খুব অল্পসংখ্যক গাড়ি বাজারে আনে এই কোম্পানি। আজ ২৭ মার্চ রোলস রয়েসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফ্রেডরিখ হেনরি রয়েসের জন্মদিন। ১৮৬৩ সালে যুক্তরাজ্যের আলওয়াল্টনে জন্মগ্রহণ করেন তিনি।

এ ছাড়া ১৯৬০ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি কবি ও সমাজকর্মী মল্লিকা সেনগুপ্ত।

আরও পড়ুন