ফেসবুকের জন্মদিন

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গছবি: রয়টার্স
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৪ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

মার্ক জাকারবার্গ নামের এক তরুণ তখন সবেমাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। নতুন কিছু করার আশায় পড়াশোনার পাশাপাশি জাকারবার্গের প্রোগ্রামিং চলছিল পুরো দমে। অনলাইন দুনিয়ায় কীভাবে পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখা যায়, তা নিয়েই কাজ শুরু করেন তিনি। সে সময়কার বেশ জনপ্রিয় মেসেজিং একটি সার্ভিস ‘এইম’ থেকে অনুপ্রেরণা নিয়ে একদিন মার্ক তার রুমমেট এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্‌স এবং ক্রিস হিউজেসকে নিয়ে তৈরি করে ফেলেন ফেসবুক। আজ ৪ ফেব্রুয়ারি, জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের জন্মদিন। ২০০৪ সালের এই দিনে যাত্রা শুরু করে আজকের এই ফেসবুক।

বাংলার ইতিহাসে আজকের দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। ১৯৫২ সালের ০৪ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট পালন করে। অন্যদিকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালের এই দিনে ব্রিটেনসহ ১০টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দান করে। একই বছর বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।

আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের জন্মদিন। ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্ম নেন এই অলরাউন্ডার।