আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে কারা অংশ নিচ্ছে

৫৪তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে কোচদের সঙ্গে অংশগ্রহণকারী বাংলাদেশী শিক্ষার্থীছবি: ফেসবুক থেকে

৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য ৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। ফ্রান্সের প্যারিস শহরে আগামী ১৭-২৫ জুলাই অনুষ্ঠিত হবে এবারের আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড।

আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত সদস্যরা হলো, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী আদিত্য রহমান, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী মোঃ ফাইয়াজ সিদ্দিকী, নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহিম ফারবিন, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী নাফিস সাদিক এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সিএম রাফাত হাসনাইন।

৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নির্বাচিত বাংলাদেশ দল

বাংলাদেশ দলের কোচ হিসেবে দলের সঙ্গে থাকবেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক এম আরশাদ মোমেন এবং দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ।

এ বছর সারাদেশে মোট ১০ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধনের মাধ্যমে আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। আঞ্চলিক অলিম্পিয়াডে বিজয়ী ১৪০০ শিক্ষার্থী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) তে জাতীয় পর্বে অংশগ্রহণ করে। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্যে থেকে ক্যাম্প ও পরীক্ষার মাধ্যমে ৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের জন্য ৫ সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি।

২০১১ সাল থেকে বাংলাদেশ দল আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে নিয়মিত অংশ নিচ্ছে। আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ দল এখন পর্যন্ত ৩টি রুপা, ১৯টি ব্রোঞ্জ ও ২০টি সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে।

আরও পড়ুন