‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের গল্প

রোগীদের সেবার মাধ্যমে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সারা বিশ্বে নার্সদের আদর্শে পরিণত হনফাইল ছবি: রয়টার্স
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১২ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • ‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ জন্মদিন। ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে এক অভিজাত পরিবারে জন্ম তাঁর। শহরের সঙ্গে মিল রেখে তাঁর নাম রাখা হয় ফ্লোরেন্স। সে সময় নারীশিক্ষার অবস্থা ছিল করুণ। তবে বাবার কারণে সেদিকটা থেমে থাকেনি তাঁর। ১৭ বছর বয়সে একবার তাঁর লন্ডন যাওয়া হলো। সেখানে গিয়ে হাসপাতাল ব্যবস্থার দুর্গতি দেখে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মন নাড়া দিল। তখন ঠিক করলেন, মানবসেবার জন্য নার্সিংই বেছে নেবেন তিনি। প্রথমে বাবা-মা রাজি হলেন না। হবেনই-বা কেন? সেই সময়ে নার্সিংকে খুবই ছোট পেশা হিসেবে গণ্য করা হতো হবে। তবে একসময় তাঁরা রাজি হলে ফ্লোরেন্স ১৮৫১ সালে নার্সের প্রশিক্ষণ নিতে জার্মানি যান। সেই থেকে শুরু হয় নার্সিং নিয়ে যাত্রা। ১৮৫৩ সালে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হলে আহত ব্যক্তিদের সেবার নিজেকে উজাড় করে দেন। রাতের বেলা দ্বারে দ্বারে হারিকেন নিয়ে ছুটতেন সেবার উদ্দেশ্যে। সেই থেকে তিনি হলেন ‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’। ১৮৬০ সালে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল’ প্রতিষ্ঠা করেন; যা বর্তমানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং নামে পরিচিত। ১৭৭৪ সাল থেকে আজকের এই দিনকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়।

  • এ ছাড়া ১৯৭২ সালের আজকের এই দিনে মেক্সিকো স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তবে ১৯৭৫ সালের ৮ জুলাই এই দুই দেশের মধ্যকার সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।

  • এছাড়াও আজ ১২ মে বাংলাদেশে পালিত হচ্ছে মা দিবস।

আরও পড়ুন