বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের অনলাইন বাছাইয়ের তারিখ ঘোষণা

দলনেতার সঙ্গে ২০২৪ সালের আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড, রিয়াদে বাংলাদেশ দলের চার সদস্য

আয়োজকদের সূত্রে জানা গেছে, শেষ হয়েছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ (BdAIO)-এর নিবন্ধন কার্যক্রম। যারা সফলভাবে নিবন্ধন করেছে, তাদের নিয়ে অনুষ্ঠিত হবে বিডিএআইও অনলাইন বাছাই পর্ব। এই বাছাই অলিম্পিয়াড দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে, কুইজ প্রতিযোগিতা এবং পাইথন প্রবলেম-সলভিং প্রতিযোগিতা। প্রাথমিক অনলাইন বাছাই পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব।

অনলাইন বাছাই পর্বের অনলাইন পাইথন প্রবলেম সলভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩ মে ২০২৫ বিকাল ৩ টা থেকে রাত ৮ টা। পর্বটি toph.co অনলাইন প্লাটফর্মে আয়োজিত হবে। অংশগ্রহণকারীদের প্রস্তুতির সুবিধার্থে ১ মে ২০২৫ একটি মক টেস্ট আয়োজিত হবে। এতে অংশগ্রহণকারীরা পরীক্ষার ধরন এবং সময় ব্যবস্থাপনা অনুশীলনের সুযোগ পাবে। অনলাইন পর্বের আগেই অংশগ্রহণকারীদের নিবন্ধিত ইমেইলে দিকনির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

এ ছাড়া অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১০ মে ২০২৫ সন্ধ্যা ৭.০০ টায়। এই অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য প্রত্যেক অংশগ্রহণকারীকে নিজেদের নিবন্ধিত ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করতে হবে। এছাড়া প্রাথমিক পর্বের আগে একটি প্রস্তুতিমূলক অলিম্পিয়াডও অনুষ্ঠিত হবে।

সব নিবন্ধিত অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি গ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে। প্রাথমিক বাছাইপর্বের সব তথ্য ও সময়সূচি ইমেইল এ পাঠানো হবে। তাই তুমিও অংশ নিতে পারো মক টেস্টগুলোতে। বিডিএআইও-র ম্যাগাজিন পার্টনার কিশোর আলো।

বিস্তারিত জানতে চোখ রাখো বিডিএআইও-র ফেসবুক পেজওয়েবসাইটে

আরও পড়ুন