ভয় দেখাচ্ছে কে

অলংকরণ: আপন জোয়ার্দার

জরুরি প্রয়োজনে মা আর বাবা বাইরে গিয়েছে আজ। বাসায় ফিরবে সন্ধ্যায়। স্কুলও আজ বন্ধ। স্কুলের হোমওয়ার্ক শেষ করে গল্পের বই পড়ছি, হঠাৎ পাশের ঘরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম। বইটা রেখে ওই ঘরে গেলাম। না, কিছুই নেই। হঠাৎ পেছন থেকে কেউ চিৎকার করে এক পাশ থেকে অন্য পাশে দৌড় দিল। পেছন ফিরে কাউকেই দেখতে পেলাম না। একটু ভয় করছে। এরই মধ্যে রান্নাঘর থেকে আবার ওই অদ্ভুত চিৎকার আর জিনিসপত্র পড়ে যাওয়ার শব্দ। এবার একটা লাঠি হাতে নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছি। এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছে কে? রান্নাঘরে যেতেই দেখি একগাদা জিনিসের মাঝখানে আমার পোষা বিড়াল মিমি। ভয়ে ওর কথা তো ভুলেই গিয়েছিলাম। বাড়িতে কিছুদিন হলো ইঁদুরের উৎপাত। একটা ইঁদুরও ধরতে পারে না মিমি। খায় আর আরাম করে। এ জন্য বাবা ইঁদুরের ফাঁদ বসিয়েছিল, আর তাতেই ও পা আটকে আমাকে ভয় দেখাচ্ছে।