জুল ভার্নের জন্মদিন

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৮ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • বিশ্বজুড়ে তাঁর কল্পবিজ্ঞানের স্রষ্টা বলেই নামডাক। কারণ, তাঁর হাত ধরেই শুরু হয়েছে আধুনিক কল্পবিজ্ঞান কাহিনি। বলছি জুল ভার্নের কথা। জীবনজুড়ে তিনি রচনা করে গেছেন ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ, ‘টোয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সি, ‘ফাইভ উইকস ইন আ বেলুন’, ‘অ্যারাউন্ড দ্য মুন’– এর মতো কালজয়ী সব লেখা। ১৮২৮ সালের ৮ ফেব্রুয়ারি, ফ্রান্সের পশ্চিমে বিস্কে উপসাগরে ‘নান্তেস’ নামের এক ব্যস্ত বন্দর নগরে জন্মগ্রহণ করেন বৈজ্ঞানিক কল্পকাহিনির এই জাদুকর। জুল ভার্নকে নিয়ে সাজানো হয়েছে কিশোর আলোর ফেব্রুয়ারি সংখ্যার মলাটকাহিনি। এই সংখ্যায় আছে জুল ভার্নের গল্প, বইয়ের খবর, জুল ভার্নের কল্পনার প্রযুক্তি, অজানা তথ্য ইত্যাদি। জুল ভার্নকে জানতে সংগ্রহ করতে পারো কিশোর আলোর ফেব্রুয়ারি সংখ্যা।

  • এ ছাড়া ১৯৭৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক খালেদ মাসুদ।