শুভ নববর্ষ!

সবুজ রঙের ডালায় লেখা হচ্ছে ‘শুভ নববর্ষ’।
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৪ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

এবারের এপ্রিল মাসটা যেন একটু বেশিই বিশেষ। প্রথমে ঈদ, এর কয় দিন বাদেই আজ পয়লা বৈশাখ—উৎসব যেন লেগেই আছে। যাহোক, তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ!

প্রতিবছর ইংরেজি আজকের তারিখ, অর্থাৎ ১৪ এপ্রিল হয় বাংলা নতুন বছরের প্রথম দিন। ১৫৮৪ খ্রিষ্টাব্দে মোগল সম্রাট আকবরের হাত ধরে শুরু হয়েছিল বাংলা সন। সে সময়ে হিসাব হতো চন্দ্র সন অনুযায়ী। মূলত আকাশে চাঁদের অবস্থানের ওপর ভিত্তি করে এই সনের প্রচলন হয়। কিন্তু একসময় দেখা গেল, চন্দ্র মাসের হেরফেরের কারণে কৃষক-প্রজাদের ফসলাদি কাটায় বেশ সমস্যা হচ্ছে। এর কারণে সরকারি খাজনা আদায়েও দেরি হচ্ছে। এরই সমাধান হিসেবে সম্রাট আকবর প্রচলন করেন বাংলা সন। তবে এই সন ১৫৮৪ কিংবা ১৫৮৫–তে চালু হলেও এই সনের গণনা শুরু হয় ১৫৫৬ সাল থেকে, অর্থাৎ আকবর সিংহাসনে আরোহণের পর থেকে। সেই শুরু, আজ আমরা স্বাগত জানালাম ১৪৩১-কে।

এ ছাড়া ২০০৫ সালে আজকের এই দিনে শনি গ্রহের চাঁদ টাইটানে হুইজেন্স প্রোব মহাকাশযান অবতরণ করে। ২০০৮ সালের একই দিনে নাসার পাঠানো মেসেঞ্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলার্ধের ছবি তুলতে সক্ষম হয়।

আরও পড়ুন