যে তথ্য না জানলেও ক্ষতি নেই

পিঁপড়ার ফুসফুস নেই। একটি ঘোড়ার শক্তি এক হর্সপাওয়ারের বেশি। এরকম কতগুলো মজার তথ্য পাওয়া যাবে এই লেখায়। মজার তথ্যগুলো আজব হলেও সত্য। তথ্যগুলো কি তুমি জানতে?

জিরাফে বজ্রপাত

উচ্চতার কারণে মানুষের চেয়ে জিরাফের ওপর ৩০ গুণ বেশি বজ্রপাত হতে পারে।

মাথা ছাড়া মুরগি

১৯৪০ সালে যুক্তরাষ্ট্রে একটি মুরগি মাথা ছাড়া ১৮ মাস বেঁচে ছিল।

লম্বা শব্দের ভয়

লম্বা শব্দের (Word) ভয়কে বলা হয়

হিপ্পোপটোমনস্ট্রোসেস্কিপডেলিওফোবিয়া (Hippopotomonstrosesquippedaliophobia)

পিঁপড়ার ফুসফুস

পিঁপড়ার কোনো ফুসফুস নেই। পিঁপড়া শ্বাস নেয় কেমন করে?

শরীর কোষ

মানুষের শরীর কোষ দিয়ে তৈরি। মানুষের শরীরে প্রচুর ব্যাকটেরিয়াও বাস করে। সংখ্যার দিক দিয়ে মানুষের শরীরে মানুষের কোষের চেয়ে ব্যাকটেরিয়া কোষ বেশি। প্রায় ৫৬ শতাংশ।

হাসি

মানুষ আসলে হাসতে হাসতে মারা যেতে পারে।

হর্সপাওয়ার

শক্তির একটি একক হর্সপাওয়ার। একটি ঘোড়ার শক্তি এক হর্সপাওয়ারের বেশি, প্রায় ২৪ হর্সপাওয়ার।

আরও থেকে আরও পড়ুন