পঞ্চম শ্রেণিতে থাকতে গণিত ক্লাসে জ্যামিতি করাচ্ছিলেন জামান স্যার। আমি আমার পেনসিলটা আনতে ভুলে গিয়েছিলাম। অন্যদিকে আমার বেস্ট ফ্রেন্ড নিশা মনের আনন্দে পেনসিল দিয়ে বৃত্ত আঁকছিল। আমি সেটা সহ্য করতে না পেরে ওকে বললাম, পেনসিল দে! নিশা আমাকে বলল, ‘আমার কাছে তো একটাই পেনসিল আছে।’ আমি বললাম, এটাই ভেঙে অর্ধেক করে আমাকে দে। নিশার কলম আর পেনসিল একই রঙের থাকায় সে ভুলে পেনসিল ভাঙতে গিয়ে কলম ভেঙে ফেলল। এরপর তার সাদা স্কুল ইউনিফর্ম ভরে গেল কালো কালিতে। এসব কাণ্ড দেখে জামান স্যার নিশাকেই কান ধরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে বললেন। এমন সময় ছুটির ঘণ্টাটা হঠাৎ বেজে উঠল। তারপর আমরা দুজনই বেঁচে গেলাম।
লেখক: শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণি, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা