জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১২ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
‘মিস্টার ওয়াটসন, এদিকে আসুন। আমি আপনাকে দেখতে চাই।’ টেলিফোন আবিষ্কারের পর সবার আগে আলেকজান্ডার গ্রাহাম বেল পাশের ঘরে থাকা সহকারীকে ফোন করে এ কথাই বলেছিলেন। ১৮৭৬ সালে মার্কিন এই উদ্ভাবক প্রথম টেলিফোন আবিষ্কার করেন এবং সে বছরই তিনি তাঁর এই উদ্ভাবনের জন্য প্রথম মার্কিন পেটেন্টধারী হিসেবে ভূষিত হন। তাঁর আবিষ্কৃত টেলিফোনটি মূলত ছিল তরল ট্রান্সমিটার এবং একটি বৈদ্যুতিক রিসিভার দিয়ে তৈরি। এর এক বছর পর ১৮৭৭ সালের এই দিনে প্রথম টেলিফোনের মাধ্যমে খবর আদান-প্রদান শুরু হয়। একই বছর ম্যানচেস্টারে দুটি ব্যবসার কাজে টেলিফোন ব্যবহারের মাধ্যমে যুক্তরাজ্যে প্রথম টেলিফোন সংযোগ চালু হয়। আর তারপর কী হলো? যোগাযোগে এল বিপ্লব। পৃথিবীর এ–মাথা থেকে ও–মাথায় ছড়িয়ে গেল টেলিফোনের সংযোগ। মুহূর্তে যোগাযোগ সম্ভব হলো। ধীরে ধীরে এল তারবিহীন যোগাযোগ। যোগাযোগে বিপ্লব নিয়ে আসে টেলিফোন।