গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলে ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল

গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীফাইল ছবি

গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল সায়েন্স ক্লাব আয়োজন করেছে ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। ৭ ও ৮ মে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলে অনুষ্ঠিত হবে এই উৎসব। দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন হবে ৭ মে মঙ্গলবার বেলা দুইটায়।

এবার সায়েন্স ফেস্টিভ্যালের অষ্টম আসর। ‘বিজ্ঞানের মাধ্যমে সমৃদ্ধি অর্জন’ প্রতিপাদ্য নিয়ে এবারের আসর আয়োজন করছে গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল সায়েন্স ক্লাব।

৪০টির বেশি প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী এই উৎসবে অংশগ্রহণ করবে। ১০টি একক, ৩টি দলগত আয়োজনসহ মোট ১৩টি আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের আসর। একক প্রতিযোগিতায় স্ক্র্যাপবুক, ডিজিটাল পোস্টার ডিজাইনিং, একক কুইজ এবং বিভিন্ন ধরনের অলিম্পিয়াড রাখা হয়েছে। দলগত প্রতিযোগিতার মধ্যে প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল ম্যাগাজিন ও দলগত কুইজ প্রতিযোগিতা থাকছে। এ ছাড়া নতুন আয়োজন সাই-ফাই গল্প লেখা প্রতিযোগিতা যুক্ত হচ্ছে। আলোকচিত্রীদের জন্য থাকছে আলোকচিত্র প্রতিযোগিতা।

স্কুল ও কলেজ পর্যায়ের যেকোনো শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিতে পারবে। উৎসবের ম্যাগাজিন পার্টনার কিশোর আলো।

এই আয়োজনের বিস্তারিত জানা যাবে এখানে

আরো পড়ুন