‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতার মৃত্যু

আবদুল গাফ্‌ফার চৌধুরীছবি: সংগৃহীত
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৯ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—ভাষার মাসকে এক অনন্য মর্যাদা দান করেছে এই গান। ঐতিহাসিক এই গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী। কালজয়ী এই সাহিত্যিকের জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর, বরিশালের মেহেন্দীগঞ্জ থানার উলানিয়া গ্রামে। জীবনজুড়ে তিনি রাজনীতিসহ সাহিত্য, সাংবাদিকতা ইত্যাদি ক্ষেত্রে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ‘জয় বাংলা’, ‘যুগান্তর’ ও ‘আনন্দবাজার’–এর মতো বেশ কিছু পত্রিকায় সক্রিয়ভাবে কাজ করেছেন। ২০২২ সালের আজকের এই দিনে লন্ডনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

রাজনৈতিক দিক বিবেচনায় আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। ১৮৮১ সালের আজকের এই দিনে জন্ম নেন আধুনিক তুরস্কের জনক এবং তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক। একই দিনে ১৮৯০ সালে জন্ম নেন ভিয়েতনামের সাম্যবাদী বিপ্লবী নেতা ও গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী হো চি মিন।

আরও পড়ুন

আজকের এই দিনে আরেকজন বিশেষ মানুষের জন্মদিন। তিনি হলেন ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী।

এ ছাড়া ১৯৬১ সালের ১৯ মে আসামের বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষার মর্যাদার দাবিতে বাংলা ভাষা আন্দোলন শুরু হয়। সেখানে প্রাদেশিক পুলিশের গুলিতে ১১ জন শহীদ হন।

১৯৯৭ সালের এই দিনে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে তিন শতাধিক লোক প্রাণ হারান। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হন উপকূলীয় অঞ্চলের মানুষ।

২০১৯ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক কার্যক্রম শুরু।

আরও পড়ুন