যে সিরিজে কোনো উপন্যাস নেই, সবই ছোটগল্প

এনসাইক্লোপিডিয়া ব্রাউন

এনসাইক্লোপিডিয়া ব্রাউন

লেখক: ডোনাল্ড জে সোবোল

সবজান্তা এক জিনিয়াস কিশোরকে নিয়ে কাহিনি। তার আসল নাম লিরয় ব্রাউন হলেও জ্ঞানের পরিধির জন্য সবাই তাকে ডাকে এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ বলে। প্রথম বই এনসাইক্লোপিডিয়া ব্রাউন, বয় ডিটেকটিভ প্রকাশিত হয় ১৯৬৩ সালে। এই সিরিজে ছায়ালেখকদের অনুপ্রবেশ ঘটেনি, তাই বই বেরিয়েছে মাত্র ২৯টি—সব কটিই লিখেছেন ডোনাল্ড জে সোবোল। অন্যান্য সিরিজের সঙ্গে এই সিরিজের একটি প্রধান পার্থক্য হলো, এতে কোনো উপন্যাস নেই, সবই ছোটগল্প। ফলে ২৯টি বইয়ের এনসাইক্লোপিডিয়া ব্রাউনের কাহিনি রয়েছে দুই শতাধিক! আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিটি কাহিনিতেই কিছু সূত্র দিয়ে প্রথমে পাঠকদেরকে রহস্য সমাধানের সুযোগ দেওয়া হয়, অনেকটা কুইজের মতো; পরে সমাধানটা এনসাইক্লোপিডিয়া ব্রাউনের মাধ্যমে উন্মোচন করা হয়। সিরিজের কিছু জনপ্রিয় বই এনসাইক্লোপিডিয়া ব্রাউন লেন্ডস আ হ্যান্ড, দ্য কেস অব দ্য ট্রেজার হান্ট, এনসাইক্লোপিডিয়া ব্রাউন গেটস হিজ ম্যান ইত্যাদি।

আরও পড়ুন