বিশ্বের অন্যতম উঁচু সেতুর নির্মাণকাজ শুরু

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৬ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

ফ্রান্সের মাসিফ সেন্ট্রাল পর্বতমালার কাছে অবস্থিত তার্ন নদী। সেই নদী উপত্যকার ওপর দাঁড়িয়ে আছে মিল্লাউ ভায়াডাক্ট—বিশ্বের অন্যতম উঁচু সেতু। এর উচ্চতা ৩৪৩ মিটার বা প্রায় ১ হাজার ১২৫ ফুট। ২০০১ সালের আজকের এই দিনে এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। চার বছরের নির্মাণকাজ শেষে ২০০৪ সালে উদ্বোধন করা হয় মিল্লাউ ভায়াডাক্ট।

কেব্‌ল-স্টেইড ধাঁচের এই ব্রিজ নকশা করেছিলেন ব্রিটিশ স্থপতি নর্মান ফস্টার ও ফরাসি কাঠামোগত প্রকৌশলী মিশেল ভার্লোজ। সেতুটির সবচেয়ে উঁচু স্তম্ভের উচ্চতা ১ হাজার ১২৫ ফুট, যা আইফেল টাওয়ার থেকেও উঁচু! প্রথমে শুধু যানজট নিরসনের জন্য তৈরি হলেও অনন্য ডিজাইন ও চারদিকের চমৎকার প্রাকৃতিক দৃশ্যের কারণে এখন এটি জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।

১৯৫৬ সালের আজকের এই দিনে জন্মেছিলেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। সত্তরের দশকের অন্যতম জনপ্রিয় এই কবি বাগেরহাটের মোংলা উপজেলায় জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন