অনেক দিন ধরে মিলা আমার আর টমির যত্ন নিচ্ছে। সকালে আর বিকেলে আমাদের পুষ্টিকর খাবার দিতে ভোলে না। পর্যাপ্ত পানিও দেয় সঙ্গে। আমাদের খুব ভালোবাসে সে।
একদিন মিলা আমাদের থাকার জায়গায় বেড়া করে দিয়েছে, যাতে দুষ্টু ছেলেরা আমাদের কষ্ট দিতে না পারে। খুশিতে টমি বলেই উঠল, ‘দেখো শশী, মিলা আমাদের নতুন বাসা করে দিল। ও আমাদের কত ভালোবাসে।’ আমিও টমির কথায় একমত হলাম। সত্যিই তো। ভালো যদি না-ই বাসত, তাহলে আমাদের জন্য এমনটা ও করত না। তাই আমি আর টমি ঠিক করেছি যে প্রতিদিন সকালে মিলা আমাদের দেখতে এলে আমরা ওকে দেখাব যে আমরা কত বড় হয়ে গেছি। কারণ, আমাদের বড় হতে দেখলে মিলা কতই না খুশি হয়। তখন ওর মনের আনন্দ দেখে আমরাও খুশি হই। কে আমরা? আমরা হলাম মিলার নিজের হাতে করা ছোট্ট বাগানের শসা আর টমেটোগাছের চারা।