গাণিতিক সমস্যা সমাধান করতে তোমার মস্তিষ্কের অনেকগুলো অংশ কাজ করে। যেমন পাটিগণিত করার সময় যে অংশ কাজ করে, জ্যামিতির সময় সে অংশ কাজ করে না। তখন হয়তো মস্তিষ্কের ভিন্ন একটি অঞ্চল কাজ করে। সবাই কিন্তু একই সঙ্গে পাটিগণিত ও জ্যামিতিতে ভালো হয় না। যে পাটিগণিত ভালো পারে, সে হয়তো জ্যামিতিতে দুর্বল। আবার উল্টোটাও হয়। তবে তুমি যদি মাঝেমধ্যে গাণিতিক দক্ষতা সমাধান করো, তাহলে একই সঙ্গে অনেক বিষয়ে ভালো করতে পারবে। কারণ, গাণিতিক সমস্যা নিয়ে চিন্তাভাবনা করলে মস্তিষ্কের ব্যায়াম হয়।
মূল তথ্যগুলো দ্রুত উপলব্ধি করার জন্য আমাদের মস্তিষ্ক বিকশিত হয়। কোনো কিছু দেখা কিংবা সেগুলো পরীক্ষা করার জন্যও বিকশিত হয় মস্তিষ্ক।
আমাদের মস্তিষ্ক একসঙ্গে তিন থেকে চারটি সংখ্যা মনে রাখতে পারে। তাই তুমি পাঁচটির চেয়ে কম ট্যালি নিয়ে সংখ্যা বানাতে পারো। এর চেয়ে বড় সংখ্যা মনে রাখতে চাইলে ভুল হতে পারে।
ধাপ ১
নিচের ক্রমটি দেখো। ওগুলো না গুনে শুধু ভালোভাবে খেয়াল করো এবং প্রতিটি গ্রুপের ট্যালির সংখ্যা লেখো।
ধাপ ২
এবার প্রতি গ্রুপের ট্যালিগুলো গুনে উত্তর মেলাও। কতটি ট্যালি হয়েছে?