জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২০ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আলসেমিতে তোমার যদি মনে হয় তুমিই প্রথম, তবে শুনে রাখো, তোমার চেয়ে এগিয়ে আছে একটি প্রাণী। যার নাম শ্লথ। আয়েশ করাই বোধ হয় এদের প্রথম কাজ। আজ আন্তর্জাতিক শ্লথ দিবস। মূলত শ্লথের বিভিন্ন প্রজাতি এবং সেগুলো রক্ষায় সবার মধ্যে সচেতনতা তৈরি করতে ২০১০ সালে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকে প্রতিবছর শ্লথ নিয়ে সচেতনতা তৈরিতে দিবসটি পালিত হয়ে আসছে।
মধ্য এবং দক্ষিণ আমেরিকার বন-জঙ্গলের বাসিন্দা শ্লথ এতটাই ধীরে নড়ে যে এদের পশমের ওপর শৈবাল গজিয়ে যায়। এমনকি এদের একটি পাতা হজম করতে লাগে প্রায় এক দিন! অবশ্য খাদ্য হিসেবে শুধু লতাপাতা গ্রহণই এদের এই অলস ভাবভঙ্গির পেছনে মূল কারণ। প্রতিদিনের কাজ বলতে এরা দিনে চলাচল করে সর্বোচ্চ ৩৬ মিটার, অন্যদিকে ঘুমায় ১৫ থেকে ২০ ঘণ্টা। তবে যত অলস হোক না কেন, শ্লথ নামের এই প্রাণীর মুখটা কিন্তু সব সময় হাসিখুশি।
১৯৭৩ সালের আজকের এই দিনে দীর্ঘ ১৪ বছরের নির্মাণকাজ শেষ হয় সিডনি অপেরা হাউসের। রানি দ্বিতীয় এলিজাবেথ এই অপেরা হাউস উদ্বোধন করেন।