সিনেমার স্মার্ট চশমা এখন বাস্তব

রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসছবি: ওয়াল স্ট্রিট জার্নাল

হলিউডের বিভিন্ন সিনেমায় দেখা যায়, আধুনিক প্রযুক্তির চশমা ব্যবহার করে কোনো বস্তুর দিকে তাকালে সেই বস্তুসম্পর্কিত তথ্য জানা যায়। সিনেমার সেই কল্পিত প্রযুক্তি এখন বাস্তব। ফেসবুকের পরিচালক কোম্পানি মেটা নিয়ে এসেছে আধুনিক চশমা। মেটা তাদের নিজেদের তৈরি ‘রে-ব্যান মেটা স্মার্ট গ্লাস’ চশমায় ব্যবহার করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

এই চশমা পরে কোনো বস্তুর দিকে তাকালেই জানা যাবে সে বস্তুসম্পর্কিত নানা তথ্য। সে বস্তুর বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে উত্তরও পাওয়া যাবে। চাইলে বস্তুটির ছবিও দেখা যাবে চশমার সাহায্যে। ছবির ভাষা যদি বোঝা না যায়, তাহলে অনুবাদ করে দেবে। এখানেই শেষ নয়। চশমার সাহায্যে শুনতে পারবেন গানও। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যও আদান–প্রদান করা যাবে। আর এই সব কাজ করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমন দারুণ এই চশমার দাম কত, তা এখনো জানা যায়নি।