সাপটি কতটুকু লম্বা?

গণিত মানে শুধু সংখ্যার কারিকুরি নয়। মাঝেমধ্যে ছবি দেখে সহজে গাণিতিক সমস্যার সমাধান করা যায়। এই কৌশলকেই ভিজ্যুয়ালাইজেশন বলে। কারণ, ভিজ্যুয়ালাইজিং ম্যাথ মস্তিষ্কের বিভিন্ন অংশ ব্যবহার করে। ফলে যৌক্তিক সমাধান খুঁজে পাওয়া যায় আরও সহজে। তুমি কি নিচের দুইটি সমস্যার সমাধান দেখতে পাচ্ছ?

দেখলেই বোঝা যায়

সত্যিই একটি বিশাল সাপকে গাছে উঠতে দেখা যাচ্ছে। সাপটির অর্ধেক এখনো গাছে ওঠেনি। বাকি অর্ধেকের দুই-তৃতীয়াংশ গাছের সঙ্গে পেঁচিয়ে আছে। ডাল থেকে নিচের দিকে ঝুলে থাকা সাপটির মাথা পর্যন্ত দৈর্ঘ্য ৫ ফুট বা ১.৫ মিটার। তাহলে সাপটি মোট কতটুকু লম্বা?

ত্রিমাত্রিক দৃষ্টি (থ্রি-ডি)

ত্রিমাত্রিক ছবি মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে। এখানকার আকৃতিগুলো ভাঁজ করে একটি ঘনক বানাতে চাইলে তুমি নিচের কোনটি দেখবে?

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ভিডিও গেম খেলার ফলে দৃষ্টিসচেতনতা বৃদ্ধি পায়। এতে স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি পায়। তবে অতিরিক্ত গেম খেলা শরীরের জন্য খারাপ।

উত্তর

দেখলেই বোঝা যায়: সাপটি ৩০ ফুট বা ৯ মিটার লম্বা

ত্রিমাত্রিক দৃষ্টি (থ্রি-ডি):