বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন

তৎকালীন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে ওড়ানো হয়েছিল বাংলাদেশের পতাকাছবি: সংগৃহীত
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৮ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

স্বাধীনতার মুখ্য সব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এপ্রিল মাস। ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন, ১৭ এপ্রিল সেই সরকারের শপথ গ্রহণের পর ১৮ এপ্রিল প্রথমবারের মতো ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আজকের দুপুরের মতোই এক দুপুরে এই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল কলকাতার বাংলাদেশ মিশনে। সেদিনই বদলানো হয় কলকাতার পাকিস্তান ডেপুটি হাইকমিশন অফিসের নাম। দেওয়া হয় ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কূটনৈতিক মিশন’। সেখানকার ছাদে তৎকালীন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে ওড়ানো হয়েছিল বাংলাদেশের পতাকা। বিদেশের মাটিতে যা ছিল প্রথমবারের মতো দেশের পতাকা উত্তোলন।

আজকের এই দিনে পৃথিবী হারায় আপেক্ষিকতা তত্ত্বের প্রবক্তা কালজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে। ১৯৫৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রিন্সটনে মৃত্যুবরণ করেন নোবেল বিজয়ী এই বিজ্ঞানী।