জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
প্রায় ৯০ বছর আগে ১৯৩৩ সালের আজকের দিনে টমাস জে সি মার্টাইনের হাত ধরে প্রকাশিত হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন ‘নিউজউইক’-এর প্রথম সংখ্যা। প্রকাশের অল্প সময়ের মধ্যেই এটি সেরা তিনটি সাপ্তাহিক ম্যাগাজিনের মধ্যে একটি হয়ে ওঠে। প্রথমে এর শুরুটা শুধু যুক্তরাষ্ট্র নিয়ে হলেও পরে বিশ্বজুড়ে নানা খবরও এর অংশ হয়ে ওঠে। নিউইয়র্কভিত্তিক সাপ্তাহিক এই ম্যাগাজিন বর্তমানে প্রতি মাসে প্রায় ১০০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছায়। ম্যাগাজিনটির প্রধান সম্পাদক ন্যান্সি কুপার। ১৯৭১ সালের ৫ এপ্রিল ‘নিউজ উইক’ ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ নামে ভূষিত করে।
অবিভক্ত বাংলায় ইংরেজি শিক্ষা প্রবর্তনের অন্যতম পথিকৃৎ ডেভিড হেয়ারের আজ জন্মদিন। ১৭৭৫ সালে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি। ১৮০০ সালের দিকে হেয়ার সাহেব বাংলায় আসেন ঘড়ি তৈরির কারিগর হিসেবে। কিন্তু পরে তাঁর জীবনের মোড় ঘোরে। তাঁর উদ্যোগে ১৮১৭ সালে গড়ে ওঠে ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’। এ ছাড়া ‘হিন্দু স্কুল’, ‘হেয়ার স্কুল’ প্রতিষ্ঠার পাশাপাশি ‘প্রেসিডেন্সি কলেজ’ প্রতিষ্ঠায়ও সহায়তা করেন তিনি।