যেদিন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের নাগরিকত্ব পেলেন

কাজী নজরুল ইসলাম
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৯৭৬ সালের এই দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। পুরো জীবনজুড়ে নানা উপলক্ষে বিভিন্ন সময়ে কবি নজরুল বাংলাদেশে এসেছেন। বাংলার প্রতি ছিল তাঁর বিশেষ টান। বাংলাদেশও তাঁকে প্রতিবার বরণ করে নিয়েছে নিজের মতো করে। ধারণা করা হয়, তিনি সব মিলিয়ে দেশের ২৬টি জেলা ঘুরে বেড়িয়েছেন। এর মধ্যে কুমিল্লা জেলার সঙ্গে তাঁর ছিল অন্য রকম সম্পর্ক। জীবনের বেশ গুরুত্বপূর্ণ কিছু সময় কবি এখানেই কাটিয়েছেন।

তবে সবশেষে এই বাংলাই হয় তাঁর শেষ সময়ের ঠিকানা। মুক্তিযুদ্ধ তখন শেষ। বাংলাকে স্বাধীন করে রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু যান কলকাতা সফরে। সেখানে গিয়ে তিনি কবির ৭৩তম জন্মদিন বাংলাদেশে আয়োজন করে উদ্‌যাপনের ইচ্ছা প্রকাশ করেন। রাষ্ট্রীয় উদ্যোগে ১৯৭২ সালের ২৪ মে একটি বিশেষ ফ্লাইটে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয়। এরপর কাটে আরও চারটি বছর। ১৯৭৬ সালে বিদ্রোহী কবিকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ওই বছরের ১৮ ফেব্রুয়ারি জাতীয় কবিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এই বছর ২৯ আগস্ট না ফেরার দেশে পাড়ি দেন বাংলা ভাষার এই নক্ষত্র।