দুটি কাঠির জায়গা পরিবর্তন করে চারটি বর্গ বানাতে পারবে?
দ্বিমাত্রিক (টু-ডি) চিন্তা করো
১৬টি ম্যাচকাঠি দিয়ে পাঁচটি বর্গ তৈরি করা হয়েছে। এখান থেকে মাত্র দুটি ম্যাচকাঠির জায়গা পরিবর্তন করে তুমি চারটি বর্গ বানাতে পারবে? মনে রেখো কোনো ম্যাচকাঠি বাদ দেওয়া যাবে না।
ভিজ্যুয়াল সিকোয়েন্স
এই ধাঁধা সমাধান করতে হলে এখানকার কিছু বস্তুকে কল্পনা করতে হবে। বস্তুগুলো জায়গা পরিবর্তন করলে কেমন হবে, তা–ও ভাবতে হবে। এখানে তিনটি ছবি আছে। ছবিগুলো একটিকে অন্যটির ওপর বসাতে হবে। সবচেয়ে নিচের বড় ছবিটি রেখে দেখো তো, নিচের কোন ছবিটির মতো দেখায়?