থ্রি-ডি আকৃতির ধাঁধা

এই মজার থ্রি-ডি আকৃতিগুলো নিয়ে ভাবো! মস্তিষ্কের জন্য এটা ভালো ব্যায়াম। এগুলো আসলে ত্রিমাত্রিক (থ্রি–ডি), কিন্তু এখানে দ্বিমাত্রিক (টু-ডি) ছবির মতো দেখানো হয়েছে। কল্পনায় এগুলো ভাঁজ করতে পারলে কাজটা আরও মজার হতো, তা-ই না?

কিউব তৈরি করো

এই ধাঁধার সমাধান করতে হলে তোমাকে কল্পনায় টুকরাগুলো সাজাতে হবে। তারপর চিন্তা করে দেখো, কোন কোন টুকরা একসঙ্গে মিলে একটা কিউব হতে পারে। কিন্তু একটু খেয়াল করো—এখানে ৯টি টুকরা আছে, অথচ আমাদের দরকার মাত্র ৮টি। তাহলে কোন কোন টুকরা জোড়া দিয়ে কিউব বানাবে আর কোনটা বাদ দেবে?

বক্স বানাও

একটা থ্রি–ডি আকৃতিকে যদি সমানভাবে কেটে ও ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটাকে বলে নেট। এখানে তোমার সামনে ছয়টি নেট আছে। দেখে মনে হতে পারে, সব কটাই কিউব বানাতে পারবে, কিন্তু আসলে একটা ভুল আছে! সেটি কখনোই কিউব হবে না! তুমি কি বের করতে পারবে, কোনটা ভুল?

আরও পড়ুন