১. শুরুতে এক পিঠে ধূসর রং করা একটি বর্গাকার কাগজ নাও। তির চিহ্ন বরাবর কাগজটি কোনাকুনি ভাঁজ করে ভাঁজটা ফিরিয়ে নাও।
২. ওপরের ডটলাইন করা ত্রিভুজাকার অংশটি নিচের দিকে ভাঁজ করে ভাঁজটা ফিরিয়ে নাও।
৩. নিচের ডটলাইন করা ত্রিভুজাকার অংশটি ওপরের দিকে ভাঁজ করো।
৪. দুপাশের ডটলাইন করা অংশ দুটো তির চিহ্ন বরাবর মাঝের দিকে ভাঁজ করো।
৫. দুপাশের ডটলাইন করা অংশ দুটো তির চিহ্ন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
৬. এবার মোটা তির চিহ্ন বরাবর ভাঁজ খুলে চিকন তির চিহ্ন বরাবর চাপ দিয়ে এমনভাবে ভাঁজ করো যাতে ৭ নম্বর চিত্রের মতো হয়।
৭. দুপাশের ডটলাইন করা চিকন অংশ দুটো তির চিহ্ন বরাবর ভাঁজ করো।
৮. ৭ নম্বর ধাপের অনুরূপ।
৯. মাঝের ডটলাইন করা ত্রিভুজাকার অংশ দুটো তির চিহ্ন বরাবর বাইরের দিকে ভাঁজ করো।
১০. ডটলাইন করা অংশ দুটো পেছনের দিকে ভাঁজ করো।
১১. ডটলাইন করা নিচের অংশটি পেছনের দিকে ভাঁজ করো।
১২. এখানে পরপর ৩টি ডটলাইন আছে। প্রথমে ওপরের ডটলাইন বরাবর সামনের দিকে, মাঝের বরাবর পেছনের দিকে এবং নিচের ডটলাইন বরাবর আবারও সামনের দিকে ভাঁজ করো।
১৩. এবার বানাই চলো ভূতের হাতের লাঠি! ১৫ সেন্টিমিটার বা তেমন মানানসই দৈর্ঘ্যের হলুদ রং করা একটুকরো লম্বাটে কাগজ নাও। ওপরের ২ সেন্টিমিটার অংশ নিচের দিকে ভাঁজ করো।
১৪. মাঝবরাবর অর্ধেক অংশ পেছনের দিকে ভাঁজ করো।
১৫. ওপরের সাদা অংশটি তির চিহ্ন বরাবর ভাঁজ করো।
১৬ ও ১৭. ওপরের ডটলাইন করা ছোট্ট অংশটি পেছনের দিকে ভাঁজ করো।
১৮. ১৪ নম্বর ধাপের অনুরূপ।
১৯. এই তো পাওয়া গেল ভূতের হাতের লাঠি। এবার তা ১২ নম্বর ধাপে যুক্ত করার পালা।
২০. ১২ নম্বর ধাপে দেখো, দুই পাশে দুই হাত মেলে আছে। ছবির মতো ভূতের ডান হাতের ডান প্রান্ত একটু ভাঁজ করো। সেই ভাঁজে এবার ১৯ নম্বর ধাপে পাওয়া হাতের লাঠিটি বসিয়ে দাও। শেষে ভূতের ভুতুড়ে চোখ এঁকে নাও। তারপর দেখো, নিজের বানানো ভূতে নিজেই ভয় পাও কি না!