আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস

ম্যালেরিয়া মশাবাহিত রোগ
  • আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে সদস্য রাষ্ট্রগুলো ম্যালেরিয়া প্রতিরোধ এবং সচেতনতা সৃষ্টির জন্য এই দিবস পালন করে। প্রাণঘাতী রোগ ম্যালেরিয়া। এটি প্লাজমোডিয়াম নামের প্যারাসাইট বা পরজীবী জীবাণুর কারণে হয়। সংক্রমিত বাহক স্ত্রী অ্যানোফেলিস মশা কোনো ব্যক্তিকে কামড়ালে তখন তাঁর রক্তে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করে।

    সাধারণত ফলমূলের রস এ ধরনের মশার প্রধান খাবার হলেও গর্ভকালে বেশি পুষ্টির দরকার হয়। এ ক্ষেত্রে অ্যানোফেলিস মশার প্রথম পছন্দ মানবদেহের রক্ত। প্রতিবছর বিশ্বের ৫০ কোটির বেশি মানুষ এ রোগে আক্রান্ত হন এবং প্রায় ১০ থেকে ৩০ লাখ মানুষ প্রাণ হারান। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত এ রোগের প্রাদুর্ভাব বেশি হয়।

    এ পর্যন্ত অনেকগুলো প্রজাতির ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কৃত হলেও এর মধ্যে পাঁচটি প্রজাতি মানুষের ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। সেগুলোর মধ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ও ফ্যালসিপেরাম জীবাণুতে বাংলাদেশে আক্রান্তের হার বেশি। দেশে ম্যালেরিয়া প্রতিরোধ ও চিকিৎসার জন্য সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে।

  • ১৮৫৯ সালের আজকের এই দিনে সুয়েজ খাল খননের কাজ শুরু হয়।

  • ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাওস।

  • ১৯৭৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লেখক ফাল্গুনী মুখোপাধ্যায়।