আশার কবি রবার্ট ব্রাউনিংয়ের জন্মদিন

রবার্ট ব্রাউনিংছবি: ব্রিটানিকা
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৭ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • প্রায় ২০০ বছর আগের কথা। লন্ডনের সুরেইয়ের ওয়ালওর্থে জন্মগ্রহণ করেন ভিক্টোরিয়ান যুগের প্রসিদ্ধ কবি ও নাট্যকার, আশা ও ভালোবাসার কবি রবার্ট ব্রাউনিং। দুঃখ আর বিরহ নিয়ে কত গান আর কবিতা লেখা আছে তাঁর। এত হতাশার মধ্যেও রবার্ট ছিলেন সেই কবি, যিনি দুঃখ-কষ্টের মধ্যে অন্তর্নিহিত সুন্দর দিকগুলো খুঁজে নিতেন।

    স্কুলের গতানুগতিক পড়াশোনা পছন্দ ছিল না রবার্ট ব্রাউনিংয়ের। গৃহশিক্ষক আর বাবার লাইব্রেরিতেই চলত তাঁর জ্ঞানের পরিচর্যা। বাবার লাইব্রেরিতে ছিল প্রায় ছয় হাজার বই। এখান থেকে ভাষা, শিল্প, সাহিত্যের জগতে নিজেকে দক্ষ করে তোলেন। প্রকাশিত না হলেও তিনি প্রথম কবিতার বই লিখেছিলেন মাত্র ১২ বছর বয়সে। ১৮৩৩ সালে তাঁর লেখা প্রথম কবিতা ‘পাওলিন: আ ফ্র্যাগমেন্ট অব কনফেশন’ প্রকাশিত হয়, যা নজর কাড়ে বড় বড় সাহিত্যিকের। তাঁর বিখ্যাত আরও কিছু কবিতার মধ্যে আছে ‘দ্য রিং অ্যান্ড দ্য বুক’, ‘দ্য লাস্ট ডাচেস’, ‘দ্য লাস্ট রাইড টুগেদার’ ইত্যাদি। কবির প্রতিটি কবিতা ছিল অন্য রকম ভালোবাসা আর সৌন্দর্যের বর্ণনায় সমৃদ্ধ। আশার বাণী ছাড়া কবিতার মাধ্যমে ন্যায়ের বিষয়ে সোচ্চার হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। আজ এই মহান কবির জন্মদিন। এমন নক্ষত্রকে পৃথিবী মনে রাখবে বহুদিন।

  • এ ছাড়া ১৯৩১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত পুষ্টিবিদ সিদ্দিকা কবীর। এ ছাড়া ১৮৯৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন।

  • ১৮৬৭ সালে সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেল ইংল্যান্ডে ডিনামাইটের পেটেন্ট করেন।

  • ১৯১৫ সালে আরএমএস লুসিটানিয়া জাহাজ আয়ারল্যান্ডের দক্ষিণ উপকূলে জার্মান সাবমেরিনের হামলায় আক্রান্ত হয়ে ডুবে যায়। এ ঘটনায় প্রাণ হারান ১ হাজার ১৯৮ জন।

  • ১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর কাছে শর্তহীন আত্মসমর্পণ করে জার্মানি। রেইমসে আত্মসমর্পণের চুক্তিতে স্বাক্ষর করেন জেনারেল আলফ্রেড জোডল।

  • ২০১৭ সালের এই দিনে মেরিন লে পেনকে পরাজিত করে ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন এমানুয়েল মাখোঁ।

আরও পড়ুন