পেনিসিলিন আবিষ্কার

আলেকজান্ডার ফ্লেমিং
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৮ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

ভুল থেকে ইতিহাসে অনেক যুগান্তকারী আবিষ্কার হয়েছে। তার উজ্জ্বল উদাহরণ পেনিসিলিন। স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে গবেষণার এক পর্যায়ে ভুলে আবিষ্কার করেন পেনিসিলিন। তিনি ছুটি নিয়েছিলেন। নিতান্তই আনমনে ছুটিতে যাওয়ার আগে গবেষণাগারের সিংকে নোংরা পেট্রি ডিশ রেখে যান। এসে দেখেন, তাঁর রেখে যাওয়া ডিশে পেনিসিলিয়াম নোটাটাম নামের একধরনের ছত্রাকের সংক্রমণ হয়েছে, যা সেখানে থাকা ব্যাকটেরিয়াকে মেরে ফেলেছে। আর এভাবেই আবিষ্কৃত হয় প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, যা ছিল ১৯২৮ সালের আজকের এই দিনে।

১৮৮৯ সালের আজকের এই দিনে অনুষ্ঠিত হয় সিজিপিএম নামের এক সম্মেলন। পুরো নাম জেনারেল কনফারেন্স অন ওয়েটস অ্যান্ড মেজরস। এখানেই প্রথম আনুষ্ঠানিকভাবে দৈর্ঘ্যের একক হিসেবে মিটারকে স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুন