ম্যারাথন দৌড়ের কথা তো অনেক শুনেছেন। অনেকে আবার অংশগ্রহণও করেছেন। কিন্তু কখনো কি ট্রায়াথলনের কথা শুনেছেন? একই সঙ্গে দৌড়, সাইক্লিং ও সাঁতারের সমন্বিত আয়োজনকে বলা হয় ট্রায়াথলন। শুনতে সহজ মনে হলেও পুরো ব্যাপারটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ও কষ্টসাধ্য।
এই আয়োজন নিয়ে কথা বলার কারণ হলো, আজকের দিনেই আয়োজিত হয়েছিল আধুনিক ট্রায়াথলনের প্রথম আসর। মূলত ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই আয়োজনের সূচনা। সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৪৬ জন প্রতিযোগী। তাঁদের প্রত্যেককে ৪৬০ মিটার সাঁতার, ৯ দশমিক ৬ কিলোমিটার দৌড় এবং শেষে ৮ কিলোমিটার সাইক্লিংয়ের মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন করতে হয়েছে। ২০০০ সালের সিডনিতে আয়োজিত অলিম্পিক আসরে প্রথমবারের মতো ট্রায়াথলন পরিচিত হয়ে ওঠে।
আজ জনপ্রিয় কৃষ্ণাঙ্গ আমেরিকান অভিনেতা উইল স্মিথের জন্মদিন। ১৯৬৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়ের পাশপাশি র্যাপার হিসেবেও ব্যাপক খ্যাতি পেয়েছেন এই অস্কারজয়ী অভিনেতা।