বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল উদ্বোধন

সাবমেরিন কেবলপ্রতীকী ছবি
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২১ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

পড়াশোনা, কাজ কিংবা কেনাকাটা, কী না হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে! বিশ্বব্যাপী এর ব্যবহার বিপুলভাবে হলেও বাংলাদেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার কিন্তু খুব বেশি দিন হয়নি। ২০০৬ সালের আজকের এই দিনে বাংলাদেশ পা রেখেছিল নতুন এক যুগে। আজকের এই দিনেই বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়। এই সামবেরিন কেবলের নাম ছিল SEA-ME-WE-4। এর পূর্ণরূপ South East Asia Middle East Western Europe। এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারের ঝিলিংঝাতে। সমুদ্রের তলদেশে স্থাপিত এই কেবল প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ করার সক্ষমতা রাখে। এখন পর্যন্ত দেশে মোট দুটি সাবমেরিন কেবল রয়েছে। দ্বিতীয়টি যুক্ত হয়েছিল ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি। SEA-ME-WE-5 নামের এই কেবলের ল্যান্ডিং স্টেশন পটুয়াখালীর কুয়াকাটায়। এটি ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের ক্ষমতাসম্পন্ন। এ বছরের মধ্যে দেশের তৃতীয় সাবমেরিন কেবল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী। ১৮৩৫ সালের আজকের এই দিনে তিনি কলকাতার জোড়াবাগান অঞ্চলে জন্মগ্রহণ করেন।

এছাড়া ২০০৩ সালের একই দিনে ভয়াবহ এক ভূমিকম্পে আলজেরিয়ায় দুই হাজার লোক মারা যায়।

আরও পড়ুন