বিনা পয়সায় যেভাবে চাঁদে তোমার নাম পাঠাবে

পৃথিবী ও চাঁদছবি: সংগৃহীত

কখনো ভেবেছ, চাঁদে যাবে? না, ভয় লাগলে ভিন্ন কথা। কি বলছো, ভয় নেই? ওহ চাঁদে যাওয়ার সাধ্যি নেই? তা অবশ্য মন্দ বলোনি। চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম, চাঁদে ঘুরে আসতে কত টাকা লাগবে? জানালো প্রত্যেকের আড়াই লাখ থেকে সাড়ে সাত লাখ ডলার খরচ হবে। বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি থেকে ৮ কোটি টাকার ব্যাপার। এমন সাধ্য আর কত জনেরই–বা আছে!

তবে তোমার কিন্তু একটা সুযোগ আছে। নিজে চাঁদে যেতে না পারলেও অন্তত নিজের নামটা পাঠাতে পারো চাঁদে। আর এজন্য তোমাকে খরচ করতে হবে না একটি পয়সাও। কীভাবে?

আরও পড়ুন

একটা ব্রাউজারে ঢুকে এই লিংকে ক্লিক করলে তোমাকে একটা পেজে নিয়ে যাবে। সেখানে লেখা দেখবে ‘গেট বোর্ডিং পাস’। ওখানে ক্লিক করবে। তারপর নিজের নাম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করবে। পাসওয়ার্ড শুনে আবার ভয় পেয়ো না। ৪-৭ ডিজিটের যেকোনো একটা পাসওয়ার্ড দিলেই চলবে। ধরো, পাসওয়ার্ড দিলে ১২৩৪৫। ব্যাস, এবার সাবমিট বাটনে ক্লিক করলেই দেখবে, তোমার নামটা চাঁদে যাওয়ার জন্য তৈরি। এবার এটা চাইলে তুমি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারো। নাম পাঠানোর শেষ তারিখ ১৫ মার্চ। তাই আর দেরি না করে এখনই তোমার নাম পাঠিয়ে দাওয়া চাঁদে। আর হ্যাঁ, যতবার খুশি ততবার তোমার নাম চাঁদে পাঠাতে পারবে। পরিবারের সবাইকে নিয়ে চাঁদে এক চক্কর মারার এটাই সুযোগ।