হিমায়িত শীতল গ্রহ

নেপচুন গ্রহছবি: সংগৃহীত

নেপচুন

সৌরজগতের অষ্টম গ্রহ নেপচুন। গ্রহটি অত্যধিক বাতাসের জন্য পরিচিত। সূর্য থেকে পৃথিবী যে দূরত্বে আছে, নেপচুন তার চেয়ে ৩০ গুণ বেশি দূরে অবস্থিত। এটি একটি হিমায়িত শীতল গ্রহ। নেপচুন একমাত্র গ্রহ, যেটি খুঁজে পাওয়ার আগেই গণিতের সাহায্যে গ্রহটির অস্তিত্বের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। ইউরেনাসের কক্ষপথে অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী অ্যালেক্সিস বুভার্ড ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ইউরেনাসের পাশে আরেকটি গ্রহ থাকতে পারে। ১৮৪৬ সালে জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোহান গ্যালে টেলিস্কোপ ব্যবহার করে নেপচুন আবিষ্কার করেন। নেপচুনের ১৪টি উপগ্রহ আছে।

পরিসংখ্যান

আবিষ্কার : ১৮৪৬ সালের ২ সেপ্টেম্বর।

নামকরণ : রোমান পুরাণের সমুদ্রদেবতা নেপচুনের নামানুসারে।

ব্যাস : ৪৯ হাজার ৫৩০ কিলোমিটার (৩০ হাজার ৭৭৫ মাইল)।

বছর : পৃথিবীর ১৬৫ দিনের সমান।

দিনের দৈর্ঘ্য: পৃথিবীর ১৯ দিনের সমান।

আরও পড়ুন