জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৪ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
আজ ৪ মার্চ। ১৯৭২ সালের আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম নিজস্ব কাগজের মুদ্রা চালু হয়। বাংলাদেশের মানচিত্রখচিত এক টাকার নোট ছিল সেটি। সেই সঙ্গে চালু হয় এক শ টাকার নোট। এক টাকার নোটটির প্রথম সিরিজ ছাপানো হয়েছিল ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেসে। হালকা বাদামি রঙের নোটটি বাজারে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করার দিনে ‘টাকা’-কে বাংলাদেশের মুদ্রা হিসেবে ঘোষণা করা হয়। এক টাকার নোটের দ্বিতীয় মুদ্রণ হয় ১৯৭৩ সালের ২ মার্চ, যা ছিল যুক্তরাজ্যে। দ্বিতীয় মুদ্রণের নকশা পরামর্শক হিসেবে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম, শিল্পী কাইয়ুম চৌধুরী ও কে জি মুস্তাফা। একই বছরের ২ জুন প্রথমবারের মতো ১০ টাকা এবং ১৫ সেপ্টেম্বর ৫ টাকার কাগজের নোট বাংলাদেশের বাজারে আনা হয়।
এ ছাড়া আজ বাংলাদেশের বিশিষ্ট লেখক, নাট্যকার, সাহিত্যিক এবং তোমাদের সবার প্রিয় কিশোর আলোর সম্পাদক আনিসুল হকের জন্মদিন। ১৯৬৫ সালের ৪ মার্চ রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন আনিসুল হক। আজকের এই বিশেষ দিনে আমাদের সবার প্রিয় লেখককে জানাই শুভ জন্মদিন!