সামুদ্রিক তেল উত্তোলনক্ষেত্রে বিস্ফোরণ

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২০ এপ্রিল, ২০২৪। ইতিহাসে এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • ২০১০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার উপকূল থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে মেক্সিকো উপসাগরে অবস্থিত গভীর সমুদ্রে তেল উত্তোলনক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। ইতিহাসের সবচেয়ে বড় তেলের ক্ষরণ বা তেল ভেসে যাওয়ার ঘটনা ঘটে এই দিনে।

  • ১৮৮৯ সালের আজকের এই দিনে জন্ম নেন নাৎসী জার্মানির স্বৈরশাসক রাজনীতিবিদ অ্যাডলফ হিটলার। অস্ট্রিয়া ব্যাভেরিয়ার মাঝামাঝি ব্রনাউ নামে এক গ্রামে জন্ম তাঁর। ১৯৪৫ সালে মারা যান হিটলার। তাঁর পুরো জীবন জুড়ে নানা কারণ আলোচিত ছিলেন তিনি। ছোট বয়সেই মাকে হারান তিনি। এরপর খুব একটা সুখকর অভিজ্ঞতা হয়নি তাঁর জীবন নিয়ে। ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত জার্মানি শাসন করেছেন তিনি। ১৯৩৪ সালে হিটলার রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকে জার্মানির ফুয়েরার হিসেবে ঘোষণা করেন। এরপরই অল্পদিনের মধ্যে নিজেকে দেশের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। বলা হয়ে থাকে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সময়ে হিটলার অন্তত ১ কোটি ১০ লাখ মানুষকে হত্যা করেছেন।

  • এছাড়াও আজকের এই দিনে মৃত্যুবরণ করেন আমেরিকান গিটারিস্ট জেরার্ড স্মিথ।