সাঁতার
আমি সাঁতার কাটতে পারি না। যখনই পুকুরে গোসল করতে যাই, সব সময় পুকুরের যেখানে কম পানি, সেখানে দাঁড়িয়ে থাকতাম। একদিন পুকুরের পাড়ে দাঁড়িয়ে সবাই লাফ দিয়ে পুকুরে নামছিল। আমি দেখছিলাম। হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। তারপর আমার শুরু হলো বাঁচাও বাঁচাও চিৎকার। এ রকম কিছুক্ষণ পর আমার মনে হলো যে আমি তো সাঁতার কাটছি। আর আমি পানিতে ভেসেও আছি। এই ভেবে আমার মন খুশিতে ভরে উঠল। কিন্তু বাসায় ফেরার তিন থেকে চার ঘণ্টা পর আমার জ্বর ও সর্দি লেগে গেল। দীর্ঘ সাত দিন জ্বর ও সর্দির সঙ্গে লড়াই করার পর আমার শরীর সুস্থ হলো।
সা’আদ আবদুল্লাহ সিফাত
সপ্তম শ্রেণি, আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জ
চকলেট
আমি যেদিন প্রথম স্কুলে ভর্তি হই, সেদিন আমার সঙ্গে একটা মজার কাণ্ড ঘটল। আগের দিন আম্মু বলেছিল, ভালো করে পড়লে নাকি চকলেট দেয়। তাই আমি স্কুলে ভালো করে পড়লাম। সব পড়া শেষে ম্যাডামকে বললাম, ম্যাডাম, চকলেট দেবেন না! আমার এ কথায় পুরো ক্লাস তাজ্জব হয়ে গিয়েছিল। আমি তো আর জানতাম না যে আম্মু আমাকে এমনি এমনি বলেছিল।
মারুফ ইসলাম
ষষ্ঠ শ্রেণি, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম