বাংলাদেশের প্রথম আইসিসি ট্রফি জয়

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৯ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

সময় ১৯৯৭ সাল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি ক্রিকেট টুর্নামেন্ট। অংশগ্রহণ করছে ডেনমার্ক, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, মালয়েশিয়া, আয়ারল্যান্ড, পশ্চিম আফ্রিকা সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশসহ বাংলাদেশও। লড়াইটা শুধু টুর্নামেন্টের নয়। এখানে চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা হবে বাংলাদেশের। সেই চ্যালেঞ্জকে মাথায় নিয়েই মাঠে নামলেন লাল-সবুজের ছেলেরা। প্রথম পর্বে একে একে ডেনমার্ক, আর্জেন্টিনা, মালয়েশিয়া, পশ্চিম আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এগিয়ে যান তাঁরা। এবার লক্ষ্য আয়ারল্যান্ড। তবে প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। ভাগাভাগি পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সেবার। এবার আসে নেদারল্যান্ডসের পালা। এই ম্যাচে জিততেই হবে, না হলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে এবারও ছিটকে পড়বে। তুমুল লড়াই চলল মাঠে এবং স্বপ্ন যেন সত্যি হলো। প্রথমে নেদারল্যান্ডস, এরপর সেমিতে স্কটল্যান্ড এবং শেষে ফাইনালে কেনিয়াকে হারিয়ে সত্যি সত্যি ১৯৯৯ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নিল বাংলাদেশ! সে বছর আইসিসি ট্রফি জয়ের পরপরই বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। আজ ৯ এপ্রিল, সেই ঐতিহাসিক দিন যেদিন আইসিসি ট্রফি প্রথমবারের মতো হাতে উঠেছিল বাংলাদেশের। তবে অনেক জায়গায় ১৩ এপ্রিলের কথাও উল্লেখিত আছে।

এ ছাড়া ১৭৫৬ সালের আজকের এই দিনে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁ মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন