বিড়াল এল কার্নিভ্যালে

কিউট বিড়ালছবি: কিশোর আলো

কিআ কার্নিভ্যালে শুধু কি‌ কিশোর আলোর মানব পাঠকেরাই এসেছিল? পশুপাখি যদি কিআ ভক্ত হয়, তারা আসেনি? উত্তরটা হচ্ছে, হ্যাঁ, এসেছে। এমনই প্রমাণ দেখা গিয়েছিল কিশোর আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নগদ কিআ কার্নিভ্যালে। এক খুদে বিড়ালকে কোলে কোলে ঘুরতে দেখা গেল। সবার মতো সে–ও কার্নিভ্যালে এসে খুব খুশি।

শুধু পাঠকদের মধ্যে সে ঘুরে বেড়ায়নি। তার জনপ্রিয়তার কথা জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর কান পর্যন্ত চলে গিয়েছে। তিশা বিড়ালের মালিককে বলেছেন, ‘আমার অ্যালার্জি না থাকলে এখনই তোমার বিড়ালের সঙ্গে ছবি তুলতাম।

বিড়ালটির মালিক‌ কিআর একজন নিয়মিত পাঠক। সে জানায়, তার বিড়ালের বয়স মাত্র দেড় মাস। বিড়ালটি মানুষের সঙ্গ পছন্দ করে। শান্তশিষ্ট বিড়ালটিকে কোলে নিচ্ছিল অনেক পাঠক। সে কোনো প্রতিবাদ না করে সবার আদর-ভালোবাসা নিচ্ছিল। ভাব যেন সে নিজেও জানে, সে তো একটা কিউট বিড়াল। সবাই তো তাকে আদর‌ করবেই!

কার্নিভ্যালে লেখক দল : আমাতুননূর বুশরা, মৃণাল সাহা, মোহাম্মাদ উল্লাহ জাফরী, সামিহা হায়দার ও আহমাদ মুদ্দাসসের