মজার এই তথ্যগুলো কি তুমি জানতে?

১ / ৫
সাদা পশমের নিচে মেরু ভালুকের চামড়া আসলে কালো। সূর্যের তাপ বেশি শোষণ করে কালো রং।
২ / ৫
মৌমাছির ডানা ১ হাজারবার ঝাপটালে সাত ওয়াট তাপ উৎপন্ন হয়।
৩ / ৫
এক স্কুপ আইসক্রিম শেষ করতে প্রায় ৫০ বার চাটতে হয়।
আরও পড়ুন
৪ / ৫
মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা মাইনাস ৬৩ ডিগ্রি সেলসিয়াস।
৫ / ৫
৯৮ শতাংশ আমেরিকান পরিবারের ফ্রিজে সব সময় আইসক্রিম থাকে। বাকি ২ শতাংশ যখন-তখন পারলারে গিয়ে আইসক্রিম খায়।

আরও পড়ুন