যে গ্রহে বায়ুমণ্ডল নেই

ছবি: স্পেস ডট কম

বুধ

সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের চেয়ে সামান্য বড় এ গ্রহ। বুধের আলোকিত অংশ সূর্যের আলোয় ঝলসে যায়। তাপমাত্রা থাকে প্রায় ৪৫০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অন্ধকার অংশের তাপমাত্রা হিমাঙ্কের কয়েক শ ডিগ্রি নিচে নেমে যায়। গ্রহাণুর আঘাত থেকে বাঁচার জন্য এ গ্রহের কোনো বায়ুমণ্ডল নেই। সুতরাং বুধের পৃষ্ঠটি আমাদের চাঁদের মতোই নানা গর্তে ভরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চার বছর মেয়াদি একটি মিশন চালিয়েছিল বুধ গ্রহে। সে মিশনের নাম ছিল ‘মেসেঞ্জার’। এ মিশনের তথ্য যাচাই করে বিজ্ঞানীরা বুঝতে পারেন, বুধ গ্রহের অবস্থা তাঁদের ধারণার চেয়েও জটিল। গ্রহটির কোনো উপগ্রহ নেই।

পরিসংখ্যান

আবিষ্কার : গ্রহটি আবিষ্কার করেছেন প্রাচীন জ্যোতির্বিদেরা এবং গ্রহটি খালি চোখে

দেখা যায়।

নামকরণ : রোমান বার্তাবাহক দেবতা মার্কারির

নামানুসারে।

ব্যাস : ৪ হাজার ৮৭৮ কিলোমিটার

(৩ হাজার ৩১ মাইল)।

বছর : পৃথিবীর ৮৮ দিনের সমান।

দিনের দৈর্ঘ্য : পৃথিবীর ৫৮ দশমিক ৬ দিনের সমান।

আরও পড়ুন