বিস্কুট কে দিল

বিস্কুটঅলংকরণ: সব্যসাচী চাকমা

প্রতিদিন কোচিংয়ে যাওয়ার সময় একটি লাল কুকুরকে দেখতাম। প্রতিদিন এক জায়গায় ঘুমায়। তারপর জানলাম যে সে পোষা কুকুর। কুকুরটার নাম লালু। কিন্তু আমি ডাকতাম সনি। একদিন সনিকে একটা বিস্কুট দিতে চাইলাম। কিন্তু কীভাবে দেব, সেটা নিয়ে দ্বিধায় পড়লাম। এরপর সনির সামনে বিস্কুটটি ফেললাম। কিন্তু ও আমাকে দেখলই না। তখন ও বোধ হয় চিন্তা করছিল, আরে, বিস্কুট এল কোত্থেকে? কে দিল বিস্কুটটা? তারপর সে খেতে লাগল। যা–ই হোক প্রথমবারের মতো কোনো কুকুরকে খাবার দিয়ে আমি সফল হলাম।

জিমি রহমান, নবম শ্রেণি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা