মুরগি তাড়ানোর অভিযান

অলংকরণ: সব্যসাচী চাকমা

ঈদের পর আমরা নতুন বাসায় উঠলাম। সেদিন আমাদের বাসা গোছানো হচ্ছিল। আমার খালামণি আবার এই বাসায়ই থাকে। আমার খালামণি অনেক শখ করে মুরগি পালন করেন। পাশের বাসার আন্টি ও তার ছেলেমেয়ে আমাদের সাহায্য করছিল। আন্টি রান্না করতে চলে গেল। তার ছেলে নামাজ পড়তে গেল মসজিদে। আন্টির মেয়ে আমাদের সঙ্গেই কাজ করছে। পর্দা লাগানোর আগে ঘটল এক ঘটনা। আন্টির মেয়ে ও আমি কিসের যেন শব্দ পেলাম। কৌতূহল নিয়ে গেলাম আমরা। দরজা লাগানো ছিল, খুলে দেখি মুরগি!

দুজনেরই চক্ষু চড়কগাছ! খালামণির মুরগি তিনতলায় উঠল কীভাবে? আমরা মুরগিকে তাড়ানোর চেষ্টা করছি। কিন্তু কাজ করতে গিয়ে করে বসলাম অকাজ। দরজা খোলা পেয়ে মুরগি ঢুকে গেল ভেতরে! আম্মুকে চেঁচিয়ে বললাম। আম্মু কোনোমতে মুরগিটাকে ধরে বের করে দরজা বন্ধ করে দিল। সেই মুরগিকে তাড়ানোর চেষ্টা করছি দুজন মিলে। সে আর যায় না! পরে ওই আন্টির মেয়ে খালামণিকে জানাল। খালামণি সব ভালো করে শুনে দুটো লাঠি পাঠিয়ে দিলেন। শুরু হলো মুরগি তাড়ানোর অভিযান। মুরগিটা দেখি ছাদের দিকে যাচ্ছে। ও মুরগির দিকে একটু যেতে না যেতেই মুরগি লাফ দিয়ে সিঁড়ির ওপর নামল। এই সুযোগে আমি লাঠি নাড়াতে নাড়াতে মুরগিটাকে নিচে নিয়ে গেলাম। ওই দিনের কথা আমার অনেক দিন মনে থাকবে।

উম্মে ফাতিহা মাহনূর

চতুর্থ শ্রেণি, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া

আরও পড়ুন