উৎপাদক খুঁজে বের করো

পৃথিবীর সব সংখ্যার মধ্যে গণিতবিদেরা সবচেয়ে বেশি পছন্দ করেন মৌলিক সংখ্যা। কারণ, মৌলিক সংখ্যার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। মৌলিক সংখ্যাকে শুধু ওই ১ ও ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। সুতরাং ৪ মৌলিক সংখ্যা নয়। কারণ, ৪-কে ২ দিয়ে ভাগ করা যায়। কিন্তু ৩ মৌলিক সংখ্যা। কারণ, ৩-কে ১ ও ৩ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না।

উৎপাদক খুঁজে বের করো

মৌলিক সংখ্যাকে বিল্ডিং ব্লক বা প্রধান সংখ্যা বলতে পারো। কারণ, এগুলোর সাহায্যেই বাকি সব সংখ্যা তৈরি হয়। যেমন ৬ একটি সংখ্যা। এটি তৈরি হয়েছে ২ ও ৩-এর গুণফলের মাধ্যমে। সুতরাং ২ ও ৩ হলো ৬-এর মৌলিক উৎপাদক। এখন তুমি কি নিচের মৌলিক সংখ্যার ধাঁধাটির সমাধান করতে পারবে?

ধাপ ১

৩০ থেকে ৪০-এর মধ্যে একটি সংখ্যা আছে, যার মৌলিক উৎপাদক ৪ থেকে ১০-এর মধ্যে একটি সংখ্যা। সংখ্যাটি কী এবং এটি কি মৌলিক উৎপাদক? এর সমাধান পেতে ৪ থেকে ১০-এর মধ্যের মৌলিক সংখ্যাগুলো খুঁজতে হবে। এখন খুঁজে পাওয়া মৌলিক সংখ্যাগুলো গুণ করো। এখানে তুমি ৩০ থেকে ৪০-এর মধ্যে মাত্র একটা সংখ্যাই পাবে।

ধাপ ২

এখন ৪০ থেকে ৬০-এর মধ্যের সংখ্যাটি খুঁজে বের করো, যার মৌলিক উৎপাদকগুলো ৪ থেকে ১২-এর মধ্যে আছে। মৌলিক উৎপাদকগুলো কী কী?

আরও পড়ুন

জানো কি?

২০০৯ সালে গ্রেট ইন্টারনেট মার্সেন প্রাইম সার্চ (GIMPS) নামে একটি আন্তর্জাতিক কম্পিউটার প্রকল্প ১ লাখ ডলার পুরস্কার জিতেছে। কারণ, তারা ১ কোটি ২০ লাখ অঙ্কের একটি মৌলিক সংখ্যা খুঁজে পেয়েছিল।