স্যাক্সোফোনের আবিষ্কারক অ্যাডলফ স্যাক্সের মৃত্যু

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৭ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • স্যাক্সোফোনের আবিষ্কারক, বিশ্বখ্যাত সুরস্রষ্টা অ্যাডলফ সক্স ১৮১৪ সালের ৯ নভেম্বর বেলজিয়ামের ডাইনান্টে জন্মগ্রহণ করেন। অ্যাডলফ সক্সকে নিয়ে মজার একটি তথ্য হলো স্যাক্সোফোন আবিষ্কারের চেষ্টা করার সময় তিনি একবার, দুবার নয়, সব মিলিয়ে সাতবার নানাভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তবে ভাগ্যের জোরে বেঁচে গেছেন প্রতিবারই। পরে ১৯৪০ সালে আবিষ্কার করেন এক বিশেষ বাদ্যযন্ত্র, যা তাঁরই নামানুসারে রাখা হয়—‘স্যাক্সোফোন’। ১৮৯৪ সালের এই দিনে জনপ্রিয় এই সুরস্রষ্টা মৃত্যুবরণ করেন।

  • এ ছাড়া ১৮৭১ সালে এই দিনে আমাশয় রোগের জীবাণুর আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন।