যে জাদুকর ভুল করতেন

এটা এক জাদুকরের গল্প। তিনি জাদু দেখানোর সময় ছোটখাটো ভুল করতেন। হ্যাটের ভেতর খরগোশ লুকিয়ে রেখেছেন, দেখা যেত সেটা আগেই হ্যাটের ভেতর থেকে বের হয়ে মাথা বের করে দর্শকদের দেখছে।

নিজের শহরে তাঁর কোনো দামই ছিল না। একদিন তিনি একটা বড় শহরে বড় অনুষ্ঠানে জাদু দেখানোর সুযোগ পেলেন।

জাদু দেখানোর সময় আবারও ভুল করতে শুরু করলেন। কোটের আস্তিনে তাস লুকিয়ে রাখতে গেছেন, তাস পড়ে গেল। দর্শকেরা হাসতে লাগলেন।

তখন জাদুকর বললেন, ‘আমি হয়তো দারুণ ম্যাজিশিয়ান নই, কিন্তু আমি জানি কীভাবে দর্শকদের হাসাতে হয়। এরপর আবারও ভুল হলো। অমনি দর্শকেরা বিপুল তালি দিয়ে হাসিতে–হুল্লোড়ে হল সরগরম

করে তুললেন।

জাদুর শেষে তাঁর প্রশংসা করতে লাগলেন সবাই।

তিনি জীবনের শ্রেষ্ঠ শো করলেন জীবনের সবচেয়ে বড় মিলনায়তনে, সবচেয়ে বেশি দর্শকের সামনে।

এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, আমাদের দুর্বলতাই হতে পারে আমাদের সবচেয়ে বড় সফলতার চাবি।

২০২৩ চলে গেছে। তোমাদের অনেক সাফল্য আছে, কিছু ব্যর্থতা আছে। ব্যর্থতাগুলো তোমাদের শক্তপোক্ত করবে। ২০২৪ তোমাদের আরেকটু ভালো হবে। ২০২৪-এ কি আমরা কোনো ভুল করব না? করব। তবে জাদুকরের মতো সেগুলোকেই আমাদের শক্তি হিসেবে কল্পনা করব। তাতে আমাদের মনের জোর বাড়বে।

তোমাদের সবার নতুন বছর সুন্দর হোক। শুভ নববর্ষ।