স্বপ্নের রেজাল্ট

গত বছর ডিসেম্বরে আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়। যখন রেজাল্ট দেওয়ার তারিখ অনলাইনে বলেছিল, তখন আমি ছিলাম নানাবাড়িতে। পরীক্ষা চলার সময়টা আমার ভালো যায়নি, তাই পরীক্ষা তেমন ভালো হয়নি। ভেবেছিলাম রোলে এক থেকে পাঁচের মধ্যে হয়তো–বা থাকতে পারব না, কিন্তু মনের এক কোনায় একটু আশার প্রদীপও জ্বলছিল। এই নিয়ে অনেক হতাশা ও দুশ্চিন্তায় পড়ে গেলাম। রেজাল্ট প্রকাশের আগের ভোরে স্বপ্নে দেখলাম আমি তৃতীয় স্থান অধিকার করেছি। স্বপ্নটা এমনভাবে দেখেছিলাম যেন সত্যিই আমি তৃতীয় হয়েছি। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে মনটা আরও খারাপ হয়ে গেল। ভাবলাম, এ কখনোই সম্ভব নয়। আমি খুব ভালোভাবে পরীক্ষা দিইনি, আমার তৃতীয় হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না! কিন্তু রেজাল্ট প্রকাশের দিন ঘটল এক বিস্ময়কর কাণ্ড। আমি সত্যি সত্যিই তৃতীয় স্থান অধিকার করি! দারুণ অবিশ্বাস্য ব্যাপার! এ কী করে সম্ভব? তাহলে কি ভোরের সপ্ন সত্যি হয়? এক বিস্ময় ও আনন্দ নিয়ে দিনটি অবশেষে কাটিয়ে ফেলি।

লেখক: শিক্ষার্থী, দশম শ্রেণি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম

আরও পড়ুন