জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমাদের দেশে যেমন একুশে পদক দেওয়া হয়, তেমনি বিশেষ কোনো কাজের মাধ্যমে ব্রিটেনের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করায় ‘নাইট’ বা ‘নাইটহুড’ উপাধি দেওয়া হয়। সাহিত্যে বিশেষ অবদানের জন্য আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই ‘নাইট’ উপাধি লাভ করেছিলেন। এটি ব্রিটিশ রাজকীয় সম্মাননার সর্বোচ্চ স্তর। ১৯১৫ সালের আজকের এই দিনে তিনি এ উপাধি পান। এই উপাধি রবীন্দ্রনাথের নামের সঙ্গে যুক্ত করে ‘স্যার’ শব্দটি। এর আগে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল জয়ের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলা সাহিত্যকে এক অনন্য পর্যায়ে নিয়ে যান।
তবে ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন।