ভয়ে অজ্ঞান

ভয়অলংকরণ: সব্যসাচী চাকমা

রাত বাজে সাড়ে ১১টা। আমি তখনো ঘুমাইনি (আমাদের বাড়ির নিয়ম, রাত ১০টা থেকে সাড়ে ১০টায় ঘুমানো)। হঠাৎ দেখি, একটা অনেক বড় ছায়া আমার ঘরের দিকে আসছে। আমি তা দেখে একটু ভয় পেলাম। আর তখনই একটা আওয়াজও আমার কানে এল। বেহুঁঁশ হয়ে গেলাম আমি। পরদিন আমার জ্ঞান ফিরল। টের পেলাম, আমি আমার মায়ের কোলে শুয়ে আছি। মা আমার মুখে পানি ছিটাচ্ছেন। তখন আমি চিৎকার দিয়ে বললাম, ভূউউ...ত! পরে জানতে পারলাম, ছায়াটা ছিল আমাদের বাড়ির বিড়ালের। আর আওয়াজটা ছিল আমার বোনের মোবাইলের রিংটোন। সব জানার পর তখন আমার নিজেরই হাসি পেল। অবশ্য সেই হাসি বেশিক্ষণ থাকল না কারণ, রাত জেগেছি জানতে পেরে মায়ের বকা খেলাম।