বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি পদক উঠেছিল আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৩ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

আজ থেকে ৫১ বছর আগে বাংলাদেশের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে উঠেছিল জুলিও কুরি পদক। ১৯৭৩ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছিল এই সম্মাননা। এটিই ছিল স্বাধীন বাংলাদেশের কোনো নেতার প্রথম আন্তর্জাতিক পদক ও সম্মাননা অর্জন। বিশ্বশান্তি অর্জনে অবদান রাখার জন্য তৎকালীন শান্তি পরিষদের মহাসচিব রমেশচন্দ্র পৃথিবীর ১৪০ দেশের শান্তি পরিষদের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে পদকটি বঙ্গবন্ধুর হাতে তুলে দেন। এর আগে ১৯৫৯ সাল থেকে এই সম্মাননা প্রদান করা হয়ে আসছে। ফরাসি পদার্থবিজ্ঞানী জঁ ফ্রেডেরিক জুলিও কুরির মৃত্যুর পর থেকে তাঁর নামানুসারে বিশ্বশান্তিতে অবদানের জন্য এই পদক প্রদান করা হয়।

আরও পড়ুন