আইফেল টাওয়ারের উদ্বোধন

আইফেল টাওয়ারছবি: এএফপি
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩১ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

বিশ্বের সবচেয়ে পরিচিত স্থাপনার মধ্যে আইফেল টাওয়ার অন্যতম। ফরাসি বিপ্লবকে বিশ্ববাসীর কাছে স্মরণীয় করে রাখতে এটি তৈরি করা হয়েছিল। আলেকজান্ডার গুস্তাভ আইফেল ছিলেন আইফেল টাওয়ারের স্থপতি। তাঁর নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা হয় এই স্থাপনার। ফ্রান্সের প্যারিসের সেইন নদীর তীরে অবস্থিত স্থাপনাটি বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান। পৃথিবীর দূরদূরান্ত থেকে লাখ লাখ মানুষ প্রতিবছর আইফেল টাওয়ার দেখতে আসেন।

১৮৮৯ সালের আজকের এই দিনে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়। এর আগে ১৮৮৭ সালের ২৬ জানুয়ারি এটির নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২ বছর মাত্র ৩০০ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফল ১ হাজার ৫০ ফুট উচ্চতার এই আইফেল টাওয়ার।

আইজ্যাক নিউটনকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সর্বজনীন মহাকর্ষ এবং বিখ্যাত তিন গতির সূত্রের আবিষ্কারক ইংরেজ এই পদার্থবিদ ১৭২৭ সালের আজকের এই দিনে লন্ডনে মারা যান।

আরও পড়ুন